গ্রেফতারের একদিন পরই আলেশা মার্টের চেয়ারম্যানের জামিন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১৭:১৮
গ্রেফতারের একদিন পরই আলেশা মার্টের চেয়ারম্যানের জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের জামিন মঞ্জুর করেছেন আদালত।


১৫ জানুয়ারি, সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।


এদিন মঞ্জুরুলের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত ৭ মামলায় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত ২ মামলায় তার জামিন মঞ্জুর করেন।


এর আগে রবিবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গুলশানের ৯টি মামলার গ্রেফতারি পরোয়ানা মূলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সিআইডির তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর থেকে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com