
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় পুলিশের অভিযানে অস্ত্র ও বিভিন্ন মামলায় প্রায় ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২৪১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
১ জানুয়ারি, সোমবার এই পরিসংখ্যান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।
মিডিয়া বিভাগ জানিয়েছে, গত ১৮ থেকে ৩০ ডিসেম্বর ২১৩ মামলায় ২৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে গত দুই মাসে (নভেম্বর-ডিসেম্বর) ২৪১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আর এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৪৫৬ জনকে গ্রেফতার করা হয়।
দেশের বিভিন্ন থানা এলাকা থেকে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]