
ভুয়া ব্যাংক হিসাবে ব্যাংকের আড়াই কোটি টাকা স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের খাগড়াছড়ির দীঘিনালা শাখার সাবেক শাখা ব্যবস্থাপক নিকোলাস চাকমার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বর্তমানে ব্যাংকটির আঞ্চলিক কার্যালয়ের মূখ্য কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৪ মে) দুদকের সহকারী পরিচালক শফিউল্লাহ আদনান বিবার্তাকে জানান, গতকাল রাতে দুদকের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
দুদকে সূত্রে জানা গেছে, ব্যাংকের আমানতের ওপর গ্রাহকের সুদ ও ব্যাংকের বিভিন্ন উপখাতের টাকা বেশ কয়েকটি সিসি হিসাব ও দুইটি ভুয়া ব্যাংক হিসেবে স্থানান্তর করে নিকোলাস চাকমা দুই কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩২৩ টাকা আত্মসাৎ করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালে ১ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ২৪ এপ্রিল পর্যন্ত কৃষি ব্যাংকের খাগড়াছড়ির দীঘিনালা শাখার শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। ওই সময়ে শাখার আমানতের উপর সুদ বা বিভিন্ন উপখাত থেকে ডেবিট করে এক কোটি ৩৭ লাখ ৫৫ হাজার ১০১ স্থানান্তরের মাধ্যমে আত্মসাত করেন।
এ ছাড়া ২০২৩ সালে ১৮ এপ্রিল বিধি বহির্ভূতভাবে দুটি ভুয়া পার্সোনাল হিসাব খুলে ৩০ লাখ এবং বিভিন্ন সময় সিসি হিসাবে ৬০ লাখ ৭৪ হাজার ২২২ টাকা আত্মসাৎ করেন।
অর্পিত ক্ষমতার অপব্যবহার করে দুই কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩২৩ টাকা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারে মাধ্যমে আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামল করে দুদক।
বিবার্তা/সানজিদা/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]