
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরুদ্ধে হাসপাতালে আগত রোগী ও স্বজনদের জিম্মি করে বকশিসের নামে ছয়-সাত গুণ বেশি ভর্তি ফি এবং বকশিসের বিনিময়ে ট্রলিতে রোগী বহন করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত কার্যালয়, রংপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
দুদকের উপপরিচালক বিবার্তাকে এ তথ্য জানিয়ে বলেন, প্রথমে দুদক টিম ছদ্মবেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যবেক্ষণ করে। এসময় হাসপাতালে নির্ধারিত ভর্তি ফি এর অতিরিক্ত টাকা এবং ট্রলিতে টাকার বিনিময়ে রোগী স্থানান্তর করছে চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী এবং মাস্টার রোলে নিযুক্ত পরিছন্নতা কর্মীদের টাকা গ্রহণ করার সত্যতা পাওয়া যায়।
এরপর উপস্থিত সেবা গ্রহীতা, ওয়ার্ড মাস্টার ও আউটসোর্সিং এর কর্মচারীকে হাসপাতালের উপপরিচালক নিকট হস্তান্তর করা হয়।
বিবার্তা/সানজিদা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]