শিরোনাম
নিউজিল্যান্ডে নোবিপ্রবি শিক্ষকের মৃত্যু
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫
নিউজিল্যান্ডে নোবিপ্রবি শিক্ষকের মৃত্যু
সংগৃহীত
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় নিউজিল্যান্ডে পিএইচডি করতে গিয়ে মারা গেছেন।


রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় নিউজিল্যান্ডের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল আলম।


জানা যায়, সহকারী অধ্যাপক অর্পিতা হঠাৎ অসুস্থ হয়ে বমি করছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য সেখানকার হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে তিনি মারা যান। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।


এক শোকবার্তায় উপাচার্য বলেন, তার এ আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।


উল্লেখ্য, অর্পিতা রায় ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটোগা’তে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।


বিবার্তা/ওবাইদুল্লাহ/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com