শিরোনাম
মালয়েশিয়া বিমানবন্দরে ভোগান্তিতে বাংলাদেশিরা
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৫:৩৯
মালয়েশিয়া বিমানবন্দরে ভোগান্তিতে বাংলাদেশিরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়া থেকে দেশে ফিরতে ভোগান্তিতে রয়েছেন প্রবাসীরা। বেশ কয়েক ঘন্টা আগে বিমানবন্দরে গেলেও ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ করতে পারছেন না তারা। এজন্য তাদের বিমানবন্দরের ভেতরে অপেক্ষায় থাকতে হচ্ছে।


এ অবস্থায় ইমিগ্রেশনের ভিড় এড়াতে কেএল আইএ ১, কেএল আই এ-২ তে বসানো হবে আরও ২০টি কাউন্টার এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল দাযায়মি দাউদ।


অতিরিক্ত বিশেষ কাউন্টার থেকে একসঙ্গে ৮৫০ থেকে ১ হাজার লোকের সেবা নেয়ার মতো জায়গা হবে বলে আশা করছেন ইমিগ্রেশন মহাপরিচালক। দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে ইমিগ্রেশনের অনুমতি ছাড়াই নিজ দেশে ফিরতে এ উদ্যোগ নেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ।


৫ জুলাই থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) তিনটি স্টেশনে ২৪ ঘণ্টাই কাউন্টারগুলো পরিচালিত হয়ে আসছিল। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের (এসটিও) মাধ্যমে ফ্লাইটের সময়কালের কমপক্ষে ছয় ঘণ্টা আগে অনুমতি ছাড়াই অভিবাসীরা কাউন্টার ছাড়ার কথা থাকলেও অধিক ভিড়ে ন্যুব্জ প্রবাসীরা।


কেউ বা বিমানে চড়ে দেশে আসতে পারছেন আবার কেউবা ইমিগ্রেশনের ভিড়ে থেকেই গেছেন। বিমান ছাড়া আর হচ্ছে না। বন্দরের ফ্লোরেই বসে রয়েছেন। আবার বসে থাকার মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।


ইমিগ্রেশনের মহাপরিচালক খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, দীর্ঘকাল অপেক্ষা করার পর অনুমতি ছাড়াই অভিবাসীদের স্বদেশ প্রত্যাবর্তনে সুযোগ করে দেয়া হয়েছে। এ সুযোগ দ্রুততম সেবা দানে মোট বিশটি কাউন্টার বসানো হবে। ৯৮ হাজার ১৯৪ জন দেশে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।


এদিকে স্বদেশ প্রত্যাবর্তনে অভিবাসীদের প্রয়োজন স্ব স্ব দূতাবাস কর্তৃক অনুমোদিত বৈধ ভ্রমণের দলিল ও এয়ার টিকিট। এছাড়া ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা টাচ এন ই-এর মাধ্যমে ৫০০ রিঙ্গিত জমা দিতে হবে। এছাড়াও লাগবে করোনার আরটি-পিসিআর পরীক্ষার স্লিপ।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com