শিরোনাম
লেবানন থেকে ফিরেছেন ৪২২ বাংলাদেশী
প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০৮:১৭
লেবানন থেকে ফিরেছেন ৪২২ বাংলাদেশী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননে অবৈধ হয়ে পড়া আরো ৪২২ জন বাংলাদেশী দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন।


বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে দেশটির শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে।


বুধবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে কাগজপত্রবিহীন ৪২২ বাংলাদেশীর হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিমানের টিকিট নিতে আসা বাংলাদেশীরা রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, একমাত্র ডলার সংকটের কবলে পড়ে আমরা দেশে ফিরে যাচ্ছি। বর্তমান সময়ে বিমানের টিকিটের ৪০০ ডলার জোগাড় করাও আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে।


লেবাননে এসব বাংলাদেশীরা বৈধভাবে প্রবেশ করলেও বিভিন্ন জটিলতায় একসময় অবৈধ হয়ে পড়েন। প্রায় দুই বছর ধরে চলমান ডলার সংকটে বৈধ ও অবৈধ সবাই লেবানন ত্যাগ করে নিজ দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তাছাড়া দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচিতে প্রতিদিনই বাংলাদেশীরা দূতাবাসে নিজের নাম নিবন্ধন করছেন।


দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় গত ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বিমানের ১৭ টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার বাংলাদেশী দেশে ফিরেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com