শিরোনাম
মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশীসহ ৩০৯ অভিবাসী আটক
প্রকাশ : ২১ জুন ২০২১, ১৩:৫৮
মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশীসহ ৩০৯ অভিবাসী আটক
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া।


আজ সোমবার (২১ জুন) ভোরে রাজধানী কুয়ালালামপুরের অদূরে ডেনকিলের বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ বাংলাদেশীসহ ৩০৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।


দেশটির অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ৭১৫ জনকে যাচাই-বাছাই শেষে ৩০৯ জনকে আটক দেখানো হয়েছে। আটককৃতরা ২০ থেকে ৫২ বছর বয়সের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিবাসী আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ। পুরো এ অভিযানে অংশ নেন ইমিগ্রেশনের ১৮৯ জন কর্মকর্তা।


অভিযান সম্পর্কে ইমিগ্রেশনের ডিজি আরো বলেন, আমরা তথ্য পেয়ছিলাম যে এখানে এমসিও লঙ্ঘন করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছে না। মূলত এ কারণেই আমরা কর্মকর্তাদের নিয়ে অভিযান চালাতে বাধ্য হয়েছি। একই সঙ্গে আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com