শিরোনাম
দ. আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে ডাকাতি
প্রকাশ : ০৩ জুন ২০২১, ০৮:৪৩
দ. আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে ডাকাতি
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকাতদল দূতাবাসের মেইন ভবনে প্রবেশ করতে পারেনি। হাইকমিশনারসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন।


জানা গেছে, নিয়মিত অফিস চলাকালীন কয়েকজন ডাকাত দূতাবাসের সেবা গ্রহীতাদের ওয়েটিংয়রুমে ঢুকে পড়ে। সেখানে অপেক্ষারত প্রবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ হাজার রেন্ড (স্থানীয় মুদ্রা) এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।


এসময় দূতাবাস থেকে পুলিশে খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে ডাকাতির আলামত সংগ্রহ করে। ডাকাতির ঘটনায় দূতাবাসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুরো ঘটনা লিখিত আকারে ডিজি এডমিনিস্ট্রেশন, ঢাকা এবং ডিজি আফ্রিকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com