শিরোনাম
ইতালিতে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২১, ০৯:১৫
ইতালিতে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।


মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।


বিবৃতির তথ্য অনুযায়ী, গত ১৪ দিনের মধ্যে যেসব যাত্রী বাংলাদেশ ও ভারত থেকে এসে কোনো স্থানে ট্রানজিট করেছে তারা ইতালিতে প্রবেশ করতে পারবে না।


বাংলাদেশ ও ভারতে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।


উল্লেখ্য, ২৬ এপ্রিল ইতালির ১৫ অঞ্চলকে হলুদ জোন ঘোষণা করে। এরপর দেশটিতে বার, রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান নতুন করে খোলা হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com