পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশের দাবিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।
৬ সেপ্টেম্বর, শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় রামেবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
এসময় রামেবির ১২ কর্মকর্তা কর্মচারীকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের অপসারণের দাবিও জানানো হয়। গত বুধবার থেকে আন্দোলন করে আসছেন নার্সিং শিক্ষার্থীরা।
এদিন মিছিল শেষে রামেবি উপাচার্য কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা সমাবেশ করেন। এসময় তারা বলেন, রামেবির কতিপয় কর্মকর্তা- কর্মচারী আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তারা ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে ঠেলে দিয়ে নির্বিকার। এমন অকর্মণ্য কর্মকর্তা-কর্মচারীকে আমরা রামেবিতে দেখতে চাই না।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক রায়হান আলী সমাবেশে বলেন, আমাদের সেশনজট তৈরি ও পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের পেছনে রামেবির ১২ জন কর্মকর্তা-কর্মচারী জড়িত। আজকের কর্মসূচি থেকে আমরা তাদের অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমাদের ফাইনাল পরীক্ষা শুরু করে ৬ দফা দাবি মেনে নেয়ার পাশাপাশি তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায় যৌক্তিক দাবির এ আন্দোলন অন্যদিকে মোড় নিবে।
বিবার্তা/সোহানুর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]