নাটোরের সিংড়ায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন স্কুলকলেজ ও মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়েছে।
১৫ আগস্ট, বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, দেশকে সবুজ-শ্যামল হিসাবে গড়ে তুলতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।
সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ, দমদমা আল-জামিয়াতুল কোরআনিয়া মাদ্রাসা, বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ, শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়, চৌগ্রাম স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেন শিক্ষার্থীরা।
এ সময় সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হোসাইন, কোটা আন্দোলনের শিক্ষার্থী আবু বক্কর, নোমান আলী, মাহিন খান, শারফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/রাজু/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]