শিরোনাম
গ্রামের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছে: পলক
প্রকাশ : ১১ মে ২০২১, ১৬:১৩
গ্রামের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছে: পলক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গ্রামের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


তিনি বলেন, গ্রামকে শহরে পরিনত করতে সরকার কাজ করছে। গ্রামের মানুষ এখন সকল সুবিধা পাচ্ছে। রাস্তা ঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, ইন্টারনেটসহ সকল সুবিধা এখন গ্রামে আছে। যা বর্তমান সরকারের অনন্য অবদান।


মঙ্গলবার (১১ মে) সকাল ১১ টায় সিংড়া বাসস্ট্যান্ডে উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌর এলাকার ১২শ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।


পলক বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। করোনাকালিন সময়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিরা মানুষের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে।



তিনি বলেন, করোনার সময় সিংড়া পৌরসভার মেয়র জনগনের পাশে ছিলেন, সাধারন শ্রমিকদের পাশে ছিলেন। ৫৫ দিন ঘরের বাইরে থেকে তিনি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। বৈষম্য দুর করতে আমরা ঐক্যবদ্ধ। শ্রমিকদের স্বার্থে আমরা কাজ করছি। শ্রমিকদের মালিকে পরিনত করেছি। শত শত শ্রমিক মালিক হয়েছেন। মানুষকে সেবা করার মানসিকতা তৈরি করেছি আমরা। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।


জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের ৭৬ হাজার পরিবারের কাছে ২৫০০ টাকা মানবিক সহায়তা পৌছে দেয়া হয়েছে। শ্রমিক সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। সরকার তাদের সহযোগিতা করছে।



উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও কাউন্সিলর জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম স্বপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ ৩১টি সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ।


এর আগে ঐচ্ছিক তহবিল থেকে ৫৮ জন ব্যক্তি ও ১৩ টি প্রতিষ্ঠানে সাড়ে ৫ লক্ষ টাকার চেক বিতরন করেন পলক।


বিবার্তা/রাজু /আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com