![](https://www.bbarta24.net/templates/bbarta/images/main-logo.png)
রাজধানীর কাকরাইল মোড়ে কাবার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার( ৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রমনা থানা পুলিশ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার এসআই সিরাজুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে কাকরাইল মোড় থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, মৃত ব্যক্তি পেশায় জে কে ইন্টারন্যাশনাল একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। তার পিতা দছিজল হক তার বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানার জাদুরচর পূর্বপাড়া গ্রাম। এ ঘটনায় কাবার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]