ওয়ারীতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১৮:৪৭
ওয়ারীতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ওয়ারির হাট খোলা এলাকায় আলামিন (৪২) ও নুরুল আমিন (৩২) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


১৪ আগস্ট, বুধবার দুপুরে হাটখোলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলামিন ওয়ারী থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং পোশাক ব্যবসায়ী ছিলেন আর নুরুল আমিন মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।


নিহত আলামিনের স্ত্রী মুনমুন ভূঁইয়া জানান, তাদের বাসা ওয়ারী এ কে এম সাহা লেনে। আর নুরুল আমিনের বাসা ডেমরা বাঁশেরপুল। দুবছর আগে হাটখোলা এলাকায় ফ্ল্যাট কেনার জন্য ক্ল্যাসিক্যাল নামে একটি কোম্পানিকে টাকা দিয়েছিলেন দুই ভাই। কিন্তু ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি এখনও। আজ সকালের দিকে আলামিন ও নুরুল আমিন হাটখোলা সেই ফ্ল্যাটের জায়গায় গেলে আকবর, টুটুল, ইলিয়াসসহ আরও কয়েকজন মিলে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুই ভাইকে।


নিহত নুরুল আমিনের শ্যালক মোহাম্মদ জুবায়ের জানান, সন্ত্রাসীরা রক্তাক্ত করে তাদের রাস্তায় ফেলে রেখে যায়। নুরুল আমিনকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ও তার বড় ভাই আলামিনকে স্থানীয় কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com