একাত্তর টেলিভিশন, সময় টিভিসহ কয়েকটি গণমাধ্যমের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
৫ আগস্ট, সোমবার বিকেলে রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনের একাত্তর টিভির কার্যালয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা।
এছাড়া বাংলামোটরে সময় টেলিভিশন, কারওয়ানবাজারে এটিএন বাংলা, মহাখালীতে ডিবিসি এবং হাতিরঝিলে মাইটিভি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
এছাড়া রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি কার্যালয় এবং তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। এদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনেও হামলা করেছে বিক্ষোভকারীরা। এছাড়া প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]