ডেসকোর বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৪
ডেসকোর বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকসেবার মান উন্নয়ন ও আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার রোধে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে।


বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে এ অভিযান পরিচালনা করা হয়।


এই অভিযানে গুলশানে দুটি ও বনানীতে একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে গ্রাহকদের আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহারের সার্টিফিকেট গ্রহণের নোটিশ দেওয়া হয়েছিল। অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়।


অভিযান শেষে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া বলেন, এই প্লটগুলো আবাসিক প্ল্যানে নির্মাণ করা হলেও তাতে বাণিজ্যিক সংযোগ ব্যবহার করা হচ্ছিল। আমরা আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার না করার জন্য আগে থেকেই গ্রাহকদের নোটিশ দিয়ে আসছি। তারা যেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতিপত্র গ্রহণ করে। তবে নির্দিষ্ট সময়ের পরেও যারা ডকুমেন্ট জমা দেননি, তাদের সংযোগগুলো আজ বিচ্ছিন্ন করা হচ্ছে।


তিনি বলেন, আমরা মোট ১৭৮টি ভবন মালিককে চিঠি দিয়েছিলাম। যথাযথ ডকুমেন্টস না থাকায় এখন পর্যন্ত ২৮টি ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ধারাবাহিকভাবে আমাদের এ অভিযান চলমান থাকবে।


বিবার্তা/রিয়াদ/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com