
রাজধানীর গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন (২২) নামে এক যুবক।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর পাকস্থলী ওয়াশ করে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পল্টন থানার এসআই পলাশ বিবার্তাকে বলেন, আমারা খবর পেয়ে গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। পরে তাকে স্টমাক ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, অসুস্থ যুবকের সম্পূর্ণ ঠিকানা এখনো পাওয়া যায়নি। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। এছাড়া তার কাছে কত টাকাছিল এটাও জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে অজ্ঞানপার্টির সদস্যরা তার সঙ্গে থাকা সবকিছু নিয়ে কেটে পরে।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]