
রাজধানীর শাহাবাগে ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের মৃতদেহ উদ্ধার করেছেন শাহবাগ থানা পুলিশ।
শুক্রবার( ২৫ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের আলট্রাসনোগ্রাফির কক্ষের বারান্দা থেকে অজ্ঞাতনামা পুরুষ (৬০) এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া।
তিনি বিবার্তাকে বলেন, আমারা খবর পেয়ে ক্যাম্পের ফোর্স নিয়ে বহির বিভাগ আলট্রাসনো সেকশনের বারিন্দা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আমরা শাহবাগ থানাকে জানিয়েছি সিআইডি ক্রাইম সিন আসলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যেতে পারে।
অন্যদিকে, শাহবাগথানা ধীন ঢাকা বিশ্ববিদ্যালয় রাসেল টাওয়ারের বিপরীত পাশ থেকে অজ্ঞাতনামা যুবক (৩২ ) এক মৃতদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
বুধবার (২৪ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাসেল টাওয়ারের পুর্ব পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্ধার করে শাহাবাগ থানার এসআই দিপক বালা। তিনি বিবার্তাকে বলেন, আমারা লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যাই সেখানে গিয়ে দেখি চিত অবস্থায় লুঙ্গি দিয়ে মুখ ঢাকা। পরে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাটানো হয়।
আশেপাশের লোকদের বরাত দিয়ে তিনি বলেন, এই যুবক এখানে থাকতো এখানে ঘুমাতো, ভবঘুরে এবং মাদকাসক্ত ছিল বলে জানতে পেরেছি প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে কঠিন শীত পড়ে অতিরিক্ত ঠান্ডার কারণে হয়তো তার মৃত্যু হতে পারে।
বিবার্তা/বুলবুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]