
রাজধানীর জোয়ার সাহারা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বয়স অনুমান (৪০) বছর।
রবিবার (২২মে) রাত সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সানু মং মারমা বিষয়টি নিশ্চিত করে বিবার্তাকে বলেন ,রবিবার (২২ মে) দিবাগত রাত পৌনে ১১টায় জোয়ারসাহারা রেলগেট এলাকায় ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অজ্ঞাত ওই ব্যক্তি।
খবর পেয়ে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোমবার (২৩ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
বিবার্তা/বুলবুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]