শিরোনাম
যে কারণে ঢাকায় গ্রেফতার বেড়েছে
প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ২১:৫৮
যে কারণে ঢাকায় গ্রেফতার বেড়েছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

লকডাউন অমান্য করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরার অভিযোগে আরো ৩৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া মোবাইল কোর্টে ১৩৫ জনকে ১ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৩৬৬টি গাড়িকে মোট ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে।


সোমবার (২ আগস্ট) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফখাতেখারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের লকডাউনের মধ্যে কারখানা খোলার পর ঢাকায় মানুষের চলাচল বেড়েছে।এতে মানুষজন বাড়ায় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন বেশি।ঢাকায় রবিবারের তুলনায় সোমবার ৪২ জন বেশি গ্রেফতার হয়েছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com