চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের গণপদযাত্রা
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১৩:০৯
চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের গণপদযাত্রা
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণপদযাত্রা শুরু করেছে।


১৪ জুলাই, রবিবার বেলা এগারোটায় আন্দোলনকারীরা নগরীর ২ নং গেট থেকে এ গণ-পদযাত্রা শুরু করে।


আন্দোলনকারীদের দেয়া তথ্যমতে পদযাত্রাটি ষোলশহর স্টেশন থেকে ২ নং গেট, জিইসি, লালখান বাজার, টাইগারপাস ও নিউমার্কেট এলাকা হয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে এবং জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করবে।


পদযাত্রায় শিক্ষার্থীদের হাতে কোটাবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।


‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর চবি শাখার সহ সমন্বায়ক মশিউর রহমান বলেন, কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা করছি। আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।


এ রিপোর্ট লিখা পর্যন্ত শিক্ষার্থীদের গণপদযাত্রা চলমান রয়েছে।


বিবার্তা/মহসিন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com