পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২০ আগস্ট, মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল রানার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জিয়ানগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ হোসেন, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, জেলা বিএনপির নেতা মো. নুরুজ্জামান খান, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রেহানা হাফিজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, জেলা যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম, যুবদল নেতা আতিকুর রহমান, খায়রুল ইসলাম লাভলু, ছাত্রদল নেতা আল আমিন হোসেন,সাদিকুল ইসলাম,সাইমুন, রিয়াজুল ইসলাম শুভ, স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল মাহমুদ, সোহেল শিকদার, রবিউল ইসলাম, জাহিদ, মামুন, শ্রমিক দল নেতা আবুল কালাম হাং প্রমুখ।
সমাবেশে শেষে নেতাকর্মী নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়।
বিবার্তা/শামীম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]