শিরোনাম
নিরাপত্তার অভাব দেখিয়ে চাঁদপুরে অঘোষিত পরিবহন ধর্মঘট
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৮, ২০:২৩
নিরাপত্তার অভাব দেখিয়ে চাঁদপুরে অঘোষিত পরিবহন ধর্মঘট
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সড়কে নিরাপত্তা নেই- এমন কারণ দেখিয়ে শুক্রবার সকাল থেকে চাঁদপুর থেকে ছাড়া হয়নি দূরপাল্লার কোনো বাস। ফলে চাঁদপুর থেকে দেশের সব জেলার যোগাযোগ বন্ধ রয়েছে।


মালিক পক্ষের অভিযোগ, সড়কে কাগজপত্র দেখার নামে শুধু হয়রানিই নয়, যানবাহন ভাংচুর, যাত্রী এবং তাদেরকে লাঞ্চিত করা হচ্ছে।


এদিকে, চাঁদপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায়, শহরের বাস টার্মিনালে কোনো যাত্রী চোখে পড়েনি। তবে সড়ক পথে বাস চলাচল বন্ধ থাকার কারণে নৌপথে যাত্রীবাহী লঞ্চে ভিড় দেখা গেছে। ফলে শুক্রবার ভোর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল হয়ে ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী লঞ্চগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল।


সড়কপথে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাঁদপুরে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের বিশেষ নিরাপত্তা গ্রহণের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার।


বিবার্তা/ইমরান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com