শিরোনাম
৩ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৫:৪৩
৩ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এবং বিএনবিসি ২০১৫ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ ও প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ৩ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন সমন্বয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা ঘন্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।


বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন সমন্বয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোহাম্মদ খাইরুল ইসলাম, সদস্য সচিব রুকুনুজ্জামান বাবু, আইডিইবির কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহা ও রায়হান মিয়াসহ ৯ উপজেলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বৃন্দ।


বক্তারা দেশের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষাপূর্বক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর নির্দেশনা কামনা করেন।


মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, জনপ্রশাসনমন্ত্রী ও গণপুর্তমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com