চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:০৯
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের ক্লাসরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।


সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সকলকে গভীরভাবে অনুধাবন এবং শিক্ষার্থীদের তাঁদের নির্দেশিত পথে সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।


শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মুহাম্মদ ইনসান আলী। শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে প্রবন্ধ পাঠ করেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু রায়হান।


প্রবন্ধের বিষয়ের উপর আরও বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র শীল।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং দোয়া পরিচালনা করেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ওমর ফারুক। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।


এর আগে শিক্ষার্থীদের দ্বারা পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


বিবার্তা/লিটন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com