ঝিনাইদহের শৈলকুপায় মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে আবারো দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০ টি বাড়িঘর। বাড়িতে দেওয়া হয়েছে আগুন।
১৪ ডিসেম্বর, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার সাতগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুম্মার নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান-বাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেওয়ার সময় কাশেম মোল্লা বাধা দেয়। সেসময় মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে বিকেলে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।
এরই জের ধরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় অন্তত ৩০ টি বাড়িঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান জানান, হুজুরের ফতুয়া দেওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]