ইন্দুরকানীতে ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহমুদ হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর, শনিবার প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির মান্নুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহমুদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ,সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন, এম আহসানুল ছগির, মনিরুজ্জামান খান, শাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. মনিরুল ইসলাম সোহাগ প্রমুখ।
এসময় সাংবাদিকরা তাকে ফুল দিয়ে সংর্বধনা দেন। এর আগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আ. লতিফ হাওলাদার এর কবর জিয়ারত করে উপজেলা বিএনপির কার্যালয়ে আহবায়ক মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আলমগীর কবির মান্নুর সঞ্চালনয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বই দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষদের মাঝে বিতরণ করেন।
বিবার্তা/শামীম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]