নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম (৮০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/সুজন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]