টাঙ্গাইলে এক্স ক্যাডেটদের পুনর্মিলনী ও কমিটি গঠন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬
টাঙ্গাইলে এক্স ক্যাডেটদের পুনর্মিলনী ও কমিটি গঠন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'সানন্দে আনন্দে বিএনসিসি ক্যাডেট ও প্লাটুন মোদের সা’দত কলেজ' এ স্লোগানকে সামনে রেখে সরকারি সা’দত কলেজের এক্স ক্যাডেটদের পুনর্মিলনী ও কমিটি গঠন করা হয়েছে ।


শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ১০ টায় এ উপলক্ষ্যে ক্যাডেটদের প্রিয় ক্যাম্পাস সরকারি সা’দত কলেজে র‌্যালি ও খান কমিউনিটি সেন্টারে আলোচনা সভা এবং বিকালে কমিটি গঠন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রর আয়োজন করা হয়েছে।


এতে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.খলিলুর রহমান, বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত লে.কর্নেল প্রফেসর মোহাম্মদ আলী দেওয়ান (বিটিএফও)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সালাহউদ্দিন লিটন ( এক্স সিইও)।


আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা এ মিলন মেলায় একে অপরকে জানতে পারছি আমরা আবেগে আপ্লুত ও অভিভূত। বিভিন্ন সময় বিভিন্ন পেশার মানুষের একে অপরের পরিপূরক হবো। ভবিষ্যতে আমরা সাবেক ক্যাডেটদের মাধ্যমে জাতির ক্রান্তিলগ্নে বিভিন্ন সমস্যায় আমরা যেন কাজে লাগতে পারি, আমাদের ট্রেনিং যেন কাজে লাগতে পারে সে প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের মিলন মেলার মাধ্যমে আমাদের সম্পর্ক সুদৃঢ় হবে আরও গভীর হবে। আমরা একে অপরের জন্য সব সময় থাকবো বিপদে আপদে আনন্দে সুখে। সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে। ক্যাডেটশিপ যারা করে তাদের মধ্যে দুটি জিনিস কাজ করে, একটি হলো পড়াশোনার প্রতি একাগ্রতা আর একটি তাদের পরিশ্রম।
সরকারি সা’দত কলেজের এক্স ক্যাডেটদের এস.এম জাকির হোসেন (সিইউও) কে সভাপতি ও মো.রফিকুল ইসলাম আকন্দকে (সিইউও) সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি মো.সালাহউদ্দিন লিটন (সিইউও), সহ-সভাপতি মজুরুল ইসলাম মুক্তি (সিইউও), সহ-সভাপতি আবুল বাসার খান রিমন (সিইউও), যুগ্ম সম্পাদক সৈয়দ রাশিদুল ইসলাম (সিইউও), সাংগঠনিক সম্পাদক নাজমুস সায়াদাত (সিইউও),
প্রচার সম্পাদক মো.শামীম আল মামুন (সার্জেন্ট), সহ-প্রচার সম্পাদক মো.রাশেদ খান মেনন (সার্জেন্ট), মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা খান মুক্তি (সিইউও), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম দিপু (কর্পোরাল), অর্থ বিষয়ক সম্পাদক মো.হাসান খান (সার্জেন্ট), ক্রীড়া বিষয়ক সম্পাদক সম্পাদক এম.এ করিম (সার্জেন্ট), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকির আহমেদ (সার্জেন্ট), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মলি খান (সার্জেন্ট), দপ্তর বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য মো.তরিকুল ইসলাম, প্রিন্স হাবিব, মিম, সাগরিকা এবং ইমাম হাসান মেহেদী।


এ সংগঠনের নেতৃবৃন্দের প্রস্তাবনায় উপদেষ্টা হিসেবে থাকার জন্য সম্মতি প্রকাশ করেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.খলিলুর রহমান এবং অবসরপ্রাপ্ত লে.কর্নেল প্রফেসর মোহাম্মদ আলী দেওয়ান(বিটিএফও) ।


বিবার্তা/বাবু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com