দৌলতপুরে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:০০
দৌলতপুরে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড
ছবি : দন্ডপ্রাপ্ত যুবক।
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সেবনের অপরাধে জীবন হাওলাদার (২৫) নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে বিজিবি। পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ মাদকসেবী জীবন হাওলাদারকে ১ মাসের কারাদণ্ড দেন।


দণ্ডপ্রাপ্ত যুবক চিলমারীর ইউনিয়নের আতারপাড়াা এলাকার আকবর হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ বলেন, মাদক সেবন ও পরিবহনের অপরাধে জীবন নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।


পরে দণ্ডপ্রাপ্ত যুবককে দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করে বিজিবি।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com