![](https://www.bbarta24.net/templates/bbarta/images/main-logo.png)
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি’র অপসারণ ও গ্রেফতারের দাবিতে রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও জনতা।
জেলা প্রশাসক বরাবরে দেয়া স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
তিনি বলেন, আবেদন পেয়েছি, বিধি অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।
এরপর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলটি গৌরীপুর থানায় কমপ্লেক্সে যায়। সেখানে আন্দোলনকারী নেতৃবৃন্দ গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ারের সঙ্গে কথা বলেন। তিনি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেন।
অপসারণের দাবিতে স্বাক্ষর করেন রামগোপালপুর ইউনিয়নে পরিষদের মেম্বার মো. মনঞ্জুরুল হক, মো. কালা চান, মো. নবীজুল হক, মো. রফিকুল ইসলাম রোকন, মোছা. মালা বেগম, মো. নূরুল ইসলাম ফকির, হোসনে আরা বেগম, শাহানাজ পারভীন।
অপসারণ ও গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য জালাল আহমেদ, উত্তর জেলা যুবদলের সদস্য এমদাদুল হক মিলন, শ্রমিকদলের সাবেক সভাপতি মো. সাহাব উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গির আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. মঞ্জুরুল হক মঞ্জু, খায়রুল ইসলাম, বিএনপি নেতা মো. জাইদুল ইসলাম, এরশাদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বক্তারা বলেন, ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার যে লড়াইয়ে ৩ জন শহিদ হয়েছেন, সেখানে জনিও ছিল। সে হত্যা মামলারও আসামি।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনির নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন। বিগত ৩টি অর্থবছরে নামে-বেনামে প্রকল্প দিয়ে কোটি টাকা লুট করেছেন।
বিবার্তা/হুমায়ুন/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]