কালিহাতীতে
'ফাইভস্টার ব্রিকস' ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩
'ফাইভস্টার ব্রিকস' ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জয়নাবাড়ি (সিংনা কুটুরিয়া) গ্রামের 'ফাইভস্টার ব্রিকস' নামের ইটভাটার মালিক লিটন মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


৮ ডিসেম্বর, রবিবার দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এ জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কোকডোহরা ইউনিয়নের জয়নাবাড়ি কুটুরিয়া গ্রামে অবস্থিত 'ফাইভস্টার ব্রিকস' নামের এক ইটভাটায় পরিবেশের তোয়াক্কা না করে বনের গাছ ও কাঠ পুড়ছে। এমন খবরে সাংবাদিকরা বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় 'ইটভাটায় পুড়ছে বনের কাঠ, নজরদারি নেই প্রশাসনের' শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদটি দ্রুত কালিহাতী উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হুসেইন ইটভাটার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।


অভিযান শেষে কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. শাহাদত হুসেইন জানান, এ উপজেলার কোনো ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়াতে পারবে না। কেউ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাঠ পোড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, কেউ যদি অবৈধভাবে কয়লার পরিবর্তে বনের কাঠ দিয়ে ইট পোড়ায়, তাহলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরে উপপরিচালক মিয়া মাহমুদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।


বিবার্তা/বাবু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com