জামালপুরের ইসলামপুর থানায় একাধিক হত্যা মামলার পলাতক আসামি কিলার রাসেল বাহিনীর সহযোগী চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।
৮ ডিসেম্বর, রবিবার সকালে আটককৃতদের বিষয়ে ইসলামপুর থানা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর ইসলামপুরে রাসেল কিলার নামে পরিচিত কিলার রাসেলের একটি সহযোগী চাঁদাবাজ চক্র এলাকাবাসীকে মোবাইলে ফোন দিয়ে রাসেল কিলারের বাহিনীর পরিচয় দিয়ে মোবাইল নম্বর ০১৭৭০১৫১৩০৪ ও ০১৬২১২৪২৮৮০৬ এবং ভিন্ন ভিন্ন সিম ও বিকাশ নম্বর ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিল।
এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ইসলামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে মানব বন্ধনের প্রস্তুতি নেন। এই খবর পেয়ে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ গত দুই মাস গোপনে ও প্রকাশ্যে বিশেষ অভিযানে রাসেল কিলারের সহযোগী চাঁদাবাজ সিন্ডিকেটের সদস্য শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চোখবান্ধা গ্রামের মোস্তফা কামাল (৩৮), ইসলামপুর পৌর শহরের ভেংগুরা গ্রামের দুদুর ছেলে রিপন (৩৫) ও একই গ্রামের গেন্দার ছেলে জালাল জালু (৩৬) কে আটক করে।
এসময় তাদের নিকট ৭টি সিম সহ ৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে ইসলামপুর থানায় ভুক্তভোগী বিশিষ্ট ব্যবসায়ী আহমাদুল কবীর মিনু বাদী হয়ে শনিবার ৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করেছেন।
প্রেস ব্রিফিংয়ে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ জানান, ইসলামপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে পুলিশ বাহিনী সবসময় প্রস্তুত। আটককৃত কিলার রাসেলের চাঁদাবাজ সহযোগীদের নামে থানায় মামলা হয়েছে। আসামীরা ইসলামপুর থানায় একাধিক হত্যা মামলার পলাতক কিলার রাসেলের সহযোগী। আমরা গত ২মাস যাবত তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করি।
বিবার্তা/ওসমান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]