ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯ ও জেলা পুলিশের যৌথ অভিযানে ডাকাত দলের সর্দারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার র্যাব-৯ ও জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৭ ডিসেম্বর) আনুমানিক ০২:৪৫ ঘটিকায় র্যাব-৯, সিলেট সিপিসি-১ ও বাংলাদেশ পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা হতে ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় তার নিকট হতে ১টি বিদেশি রিভলভার, ৩ রাউন্ড গুলি, ৫টি শর্টগানের কার্তুজ, ২টি রামদা, ৪টি ছোরা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ৬টি মোবাইল ফোন পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি মুছা মিয়া (৪৪), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আলীর ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে, আসামিসহ ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এছাড়াও, র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]