মাদারীপুরের কালকিনিতে একটি কবরস্থানে লুকিয়ে রাখা দুই বালতি ভর্তি ২০টি হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবির জানান, পৌরসভার ২নং ওয়ার্ডের পাতাবালি এলাকায় একটি কবরস্থানের জঙ্গলের ভেতর ককটেল রেখেছে দুর্বৃত্তরা, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে পুলিশের একটি দল দু'টি বালতিতে ভর্তি ২০টি তাজা ককটেল উদ্ধার করে। পরে এগুলো পানি ও বালির মিশ্রণে নিষ্ক্রিয় করা হয়।
তবে কে বা কারা হাতবোমাগুলো কবরস্থানের ভেতর রেখেছে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]