স্বাধীন বাংলাদেশে প্রথম গণহত্যার স্মরণে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. সালেহ হাসান নকীব। বইটির লেখক বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী।
‘১১ ডিসেম্বর তানোর শহীদ দিবস উদযাপন কমিটি’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।
এতে অন্যদের মধ্যে ‘১১ ডিসেম্বর তানোর শহীদ দিবস উদযাপন কমিটি’র সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মাহমুদ জামাল কাদেরীসহ বিশিষ্টজন ও পেশাজীরারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]