গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, গত ১ নভেম্বর বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করে এখন পূর্ণাঙ্গ করে ৮৭ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
৮৭ সদস্য বিশিষ্ট কমিটিতে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের ডেন্টাল টেকনোলজিস্ট মো. জহিরুল ইসলাম তালুকদার যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
এর আগে, গত ১ নভেম্বর রাজধানীর শেরে বাংলা নগরের ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন খাজা মাঈন উদ্দিন মঞ্জু এবং মহাসচিব হয়েছেন মো. বিপ্লবুজ্জামান বিপ্লব।
এছাড়াও প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে একান্ন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে ৩০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বিবার্তা/জনি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]