বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা একটি মামলায় দেশ রূপান্তরের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপনকে গ্রেফতার করা হয়েছে।
৬ ডিসেম্বর, শুক্রবার ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে চর চান্দিয়ার গ্রামের বাড়ি থেকে র্যাব-৭ তাকে গ্রেফতার করে ফেনী মডেল থানায় সোপর্দ করে।
জানা গেছে, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত সেনবাগ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদুর রব গত ১৮ নভেম্বর ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আবুল হোসেন রিপনকে ৫২ নম্বর আসামি করা হয়েছে। রিপন সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের এছহাক মেম্বার বাড়ির আবুল কালামের ছেলে।
মিথ্যা মামলায় সাংবাদিক রিপনকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে নিঃশর্ত মুক্তি চেয়েছে ফেনী সাংবাদিক ইউনিয়ন, সোনাগাজী প্রেসক্লাব ও সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, র্যাব আবুল হোসেন রিপন নামে একজনকে আটক করে থানায় দিয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]