কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ জুয়েল রানা (২৫) নামে একজন আটক হয়েছে।
৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ডিগ্রিরচর নামক স্থানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়।
আটক জুয়েল রানা একই ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্ত এলাকার মো. জাহাঙ্গির আলমের ছেলে।
বিজিবি সূত্র জানায়, অস্ত্র চোরাচালানের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে চর চিলমারী বিওপির টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস সীমান্ত পিলার হতে ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ডিগ্রিরচর নামক স্থানে অভিযান চালায়। এসময় একটি ভারতীয় পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন সহ জুয়েল রানা নামে একজনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র দিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিবার্তা/শরীফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]