বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ফেনীর সোনাগাজী থানা মুক্ত দিবস পালন করা হয়েছে।
৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে পৌর শহরের হারবি কাবাব কনভেনশন হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংস্থার সিনিয়র সহকারী পরিচালক কবির আহমদের সভাপতিত্বে ও আবছার উদ্দিন মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন মঞ্জুর সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার।
তিনি বলেন, এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাগণের বীরত্বে নোয়াখালী জেলার মধ্যে সর্বপ্রথম সোনাগাজী থানা এলাকা পাক হানাদারমুক্ত হয়েছিল। এজন্য সোনাগাজীর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। সরকারিভাবে দিবসটি পালনের দাবি জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, কুয়েত সাংবাদিক সমিতির সভাপতি নাছির উদ্দিন খোকন, সংস্থার উপজেলা সভাপতি সার্জেন্ট অব. মো. মহি উদ্দিন, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ হোসাইন মামুন, সংস্থার জেলা রিপোর্টার খুরশিদ আলম, সোনাগাজী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুর কাশেম, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন।
আরও বক্তব্য রাখেন সাংবাদিক হাসান মাহমুদ, নুরুল আবছার সোহাগ, মোশারফ হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা সাহেদুল ইসলাম সাহেদ প্রমুখ।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]