ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে পৃথক ঘটনায় ছিনতাই করা মালামালসহ চারজন ছিনতাইকারী ও দুইজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৪ ডিসেম্বর, বুধবার ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহিদ আহসান, এসআই (নিরস্ত্র) মোঃ জয়নাল আবেদীন, এসআই (নিরস্ত্র) মো. ফারুক হোসেন, এএসআই (নিরস্ত্র) রুবেল আখন্দের সমন্বয়ে গঠিত সরাইল থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ছিনতাই করা মালামালসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আরমান (২২), পিতা ছিদ্দিক মিয়া, মোঃ আলম (২৫) পিতা আব্দুল হক, উভয় ব্রাহ্মণবাড়িয়া সদর বুধল ইউপি গুচ্ছগ্রাম খাঁটিখাতা গ্রামের বাসিন্দা। মোঃ শাহীন (২৩) ব্রাহ্মণবাড়িয়া সদর মজলিশপুর ইউপি দারমা গ্রামের বাবুল মেম্বারের বাড়ির আল আমিনের ছেলে, মোঃ শাকিল মোল্লা(৩৫), ব্রাহ্মণবাড়িয়া সদর সুহিলপুর ইউপি ৬ নং ওয়ার্ড ঘাটুরা মোল্লা বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা রুজু হয়। এস আই জয়নাল আবেদীন মামলাটি তদন্ত করছেন।
অপরদিকে সরাইল থানার এসআই(নিরস্ত্র) মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে বুধবার (৪ ডিসেম্বর) ৭১ পিস ইয়াবা ও ১টি সিএনজিসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ ফিরোজ পাঠান (৩৫), সরাইল সদর ৭ নং ইউপি ৩নং ওয়ার্ড আলীনগর পাঠানপাড়া মৃত আলী পাঠানের ছেলে, মোঃ আবুল কাশেম (৩৫) সরাইল সৈয়দটুলা পূর্ব হাফিজ টুলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারাকৃতে মামলা রুজু করা হয়। এসআই নজরুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।
বিবার্তা/আকঞ্জি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]