বাগেরহাটের মোরেলগঞ্জে বিদেশি পিস্তলসহ সুমন শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষী বাওয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সুমন ওই গ্রামের মোশারফ শেখের ছেলে।
মোরেলগঞ্জ থানার ওসি রাকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনী সুমন শেখের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সুমনের ঘর থেকে একটি বিদেশি পিস্তল (শ্রীলঙ্কায় তৈরি), দুইটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও দুইটি পাইপসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/রাজীব/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]