বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, থানায় অভিযোগ তরুণীর
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ২১:১৪
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, থানায় অভিযোগ তরুণীর
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল পৌরসভায় বিয়ের প্রলোভন দিয়ে এক তরুণীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন নাইম (৩০) নামের এক যুবক। এমনটাই অভিযোগ করেছেন এক তরুণী। পরে বিয়ে করতে অস্বীকার করলে থানায় অভিযোগ করেন ওই তরুণী। অভিযুক্ত ওই যুবক শহরের সাবালিয়া বটতলা এলাকার ছানোয়ার ভুঁইয়া সোনা মিয়ার ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার পুলিশে উপসহকারী পরিদর্শক(এসআই) প্রতিভা রাণী।


অভিযোগ সূত্রে জানা যায়, নাইমের সাথে ওই তরুণীর প্রায় ৬ বছর যাবত প্রেমের সম্পর্ক। প্রেম থাকাকালীন সময়ে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন নাইম। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে নভেম্বরের ২৪ তারিখে নানা অপবাদ দিয়ে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে ১ ডিসেম্বর থানায় গিয়ে ওই তরুণী তিনজনকে অভিযুক্ত করে অভিযোগ দেয়।


ওই তরুণী জানায়, আত্মীয়তার সূত্রে গত ৬ বছর পূর্বে নাইমের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম চলাকালে তার পরিবার জোর করে তাকে বিয়ে দেন। সেখান থেকে নাইম তাকে ফুসলিয়ে ওই তরুণীর স্বামীকে তালাক দেওয়ায়। তারপর নাইম তাকে কক্সবাজার নিয়ে যায়। সেখানে তিন দিন তিন রাত হোটেলে থাকে। এছাড়াও ছয় বছরে তরুণীদের বাসায় গিয়ে অবাধে মেলামেশা করে। স্থানীয়রা বিষয়টি নিয়ে আপত্তি জানালে নাইম বলে মিতু আমার স্ত্রী, পরে এলাকাবাসী ছেড়ে দেয়।


তরুণী আরো জানায়, বিয়ের জন্য চাপ দিলে নাইম বলে, আমার একটি মাত্র বোন। বোনসহ ভগ্নিপতি কবীর ইতালী থেকে আসলে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। এদিকে ওই তরুণী কুমুদিনী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেন। সম্প্রীতি তার বোন ও ভগ্নিপতি ইতালি থেকে আসলে বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে পারবে না বলে অস্বীকার করে। পরে থানায় গিয়ে অভিযোগ করেন।


অভিযুক্ত নাইমের বাবা ছানোয়ার ভুঁইয়া ও ভগ্নিপতি ইতালি প্রবাসী কবীর হোসেন জানায়, ওই মেয়ে তাদের আত্মীয়। মেয়ের বিয়ে হয়েছিলো, কীভাবে তাকে ঘরে বউ হিসেবে আনবো?


আপনার ছেলে তাকে নিয়ে কক্সবাজার গিয়েছিলো, এমন প্রশ্নে তিনি কোন উত্তর দেন নি। নাইমের ফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।


এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/বাবু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com