
সাভারে গোলাপ ফুলের উৎপাদন কম থাকায় বাজারে বেড়েছে ফুলের দাম। এখন বাজারে প্রতি পিস গোলাপ ফুল ১৫ থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে। যার ফলে যারা এখনো ফুল চাষ করছেন তারা ফুল বিক্রি করে ভালো দাম পাচ্ছেন। এতে করে ফুল চাষীরা অনেক লাভবান হচ্ছেন। গোলাপের দাম বেড়ে যাওয়ায় দিন দিন নতুন করে অনেক কৃষক গোলাপ চাষের দিকে ঝুঁকছেন।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রাম শ্যামপুর, মৈস্তাপাড়াসহ বিভিন্ন গ্রামের গোলাপ চাষীরা জানান, এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় তিন’শ হেক্টরের মত জমিতে গোলাপ ফুল চাষ হয়ে থাকে।
গত মাস খানেক আগে অনেক ফুল চাষী অনেক বাগানের পুরাতন গোলাপ গাছের আগাছা ও ডালপালা কেটে ফেলেন। যাতে করে নতুন ডাল পালায় ফুলের বেশী করে কলি আসে। এজন্য সেখানে গোলাপ ফুলের উৎপাদন কম থাকায় ফুলের দাম বেড়েছে কয়েক গুন।
বাজারে প্রতি পিস ফুল ১৫ থেকে বিশ টাকায় বিক্রি হচ্ছে। লাল গোলাপ,সাদা গোলাপসহ বিভিন্ন ফুল চাষ হয়েছে এবার। প্রতিদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত ফুল চাষীরা কাঁটা ভর্তি গাছ থেকে ফুল তুলে সেখানে শ্যামপুর বাজারে নিয়ে যান। সেখান থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকার পাইকাররা ফুল কিনে নিয়ে যান।
এবারের ১৬ ডিসেম্বরে ফুলের দাম আরও বেশী হবে বলে আশা প্রকাশ করেন চাষীরা। এদিকে ফুল চাষীদের সবধরণের সহযোগীতা দিচ্ছেন সাভার উপজেলা কৃষি অফিস।
বিবার্তা/বাশার/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]