
সাভারে পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক রনি প্রামাণিক (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো পুরাতন স্টিলের কাঁচি উদ্ধার করা হয়েছে।
সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ওসি জুয়েল মিঞা।
জানা যায়, গত ৮ নভেম্বর রাতে উপজেলার আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিমপাড়া মহল্লার মিজানুর রহমানের অটোরিকশা গ্যারেজে মুক্তার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে তার বন্ধু রনি প্রামাণিক।
নিহত মুক্তার হোসেন (৩৪) কুমিল্লা জেলার মুরাদনগর থানার ভিটি পাঁচ পুকুরিয়া গ্রামের মৃত আজিজের ছেলে। সে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড় দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থাকতো এবং রাজধানী পরিবহনে হেলপার হিসেবে কাজ করতো।
অন্যদিকে গ্রেফতারকৃত রনি প্রামাণিক (২৬) পাবনা জেলার বেড়া থানার মাছখালী গ্রামের শহিদ প্রামাণিকের ছেলে। সে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মোজাম্মেল হকের বাড়ির ভাড়াটিয়া এবং মোক্তার হোসেনের বন্ধু।
পুলিশ জানায়, বন্ধুত্বের সুবাদে নিহত মুক্তার হোসেন আসামি রনি
প্রামাণিকের কাছ থেকে ১৫০০ টাকা ধার নেয়। উক্ত ধারের টাকা কেন্দ্র করিয়া আসামি রনি প্রামাণিক গত ৮ নভেম্বর রাতে কুপিয়ে খুন করে।
পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে মৃত মুক্তারের স্ত্রী শাহানাজ আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা (নং-২১) দায়ের করেন। পরে পাবনার আমিনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে একটি ধারালো পুরাতন স্টিলের কাঁচি উদ্ধার করেন।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]