
পাওনা টাকা চাওয়ায় সাভারের আশুলিয়ায় এক যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা।
সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ এলাকায় জাহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, ধনাইদ এলাকার ওই যুবক স্থানীয় মাসুদ রানা নামের এক যুবককে সাত লক্ষ টাকা ধার দেন। পরে সেই টাকা ফেরত চাইলে অভিযুক্ত মাসুদ রানা দেই দিচ্ছি বলে তাকে ঘুরান। পরে আজ সকালে এ নিয়ে সেখানে একটি শালিস বৈঠক বসলে শালিসের মাঝেই ভুক্তভোগী জাহিদুল ইসলামকে মারধর করেন মাসুদ রানা।
এক পর্যায়ে অভিযুক্ত মাসুদ রানা ও জসিম অর্ধ শতাধিক লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জাহিদুল ইসলামের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে সেই সাথে জমি বিক্রির প্রায় পাঁচ লক্ষ টাকাও ঘর থেকে লুটপাট করে।
এ ঘটনা কাউকে জানালে তাদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায় তারা। এসময় বাড়ির বিদ্যুৎ লাইনের সংযোগ বিছিন্ন করা হয়। যার ফলে প্রায় ৬১ টি ভাড়াটিয়া পরিবার বিদ্যুৎ বিহীন রয়েছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার ও ওই বাড়ির ভাড়াটিয়ারা চরশ নিরাপত্তাহীনতায় রয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন,বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/বাশার/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]