
রাজবাড়ীতে কলেজ শিক্ষার্থী মো. তানভীর শেখের (২২) হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠীরা।
১৬ নভেম্বর, শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল থেকে স্লোগান দিতে দিতে তারা পান্নাচত্বর এলাকা হয়ে ১নং রেলগেট এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। পরে সেখানে তারা সড়কে বসে কিছুক্ষণ বিক্ষোভ করে।
বিক্ষোভ কর্মসূচি থেকে নিহত তানভীরের বন্ধু ও সহপাঠীরা বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে দুর্বৃত্তদের হামলায় নির্মম ভাবে নিহত হয় আমাদের সহপাঠী তানভীর। আমরা তানভীরের জানাজার সময় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে সেই ৪৮ ঘণ্টা শেষ হয়েছে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনাই। তানভীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ। আমরা অবিলম্বে তানভীর হত্যাকারীদের গ্রেপ্তার চাই এবং তাদের ফাঁসি চাই। আজকের মধ্যে তানভীর হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আমরা আগামীকাল দুপুর সাড়ে ১২ টার দিকে বৃহৎ পরিসরে বিক্ষোভ করব। আমরা যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকব।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর ৩নং ওয়ার্ডের সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে তানভীর শেখকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার (১৩ নভেম্বর) নিহত তানভীরের মামা মো. আলম শেখ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ হত্যার সাথে জড়িত এজাহার নামীয় কাজল (২১) ও রহিম শেখ (৩০) নামের দুইজন আসামিকে গ্রেপ্তার করে।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]