
টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৪ নভেম্বর, বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, গ্রাম অঞ্চল হওয়ায় বাজারের সকল দোকানপাট সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। রাত আনুমানিক নয়টার দিকে স্থানীয়রা একটি দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। এতে ওষুধের দোকান, থান কাপড়ের দোকান, মোটরসাইকেল মেকানিকের দোকান, থাই গ্লাসের দোকান, লেদ মেশিন ঘর ও ইলেকট্রিকের দোকানসহ আটটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের ।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় আটটি দোকান পুড়ে যায়। এতে করে প্রায় আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে এলেঙ্গা ও ঘাটাইল ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে ফায়ার সার্ভিস।
বিবার্তা/ইমরুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]