ঝিনাইদহে পুকুর থেকে ৬ বছরের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
১৪ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে সাফওয়ান নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র শিশু সাফওয়ান জাম্মিম হোসেন সবুজ মালিথার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহান নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানায়, শহরের শিকারপুর গ্রামের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সাফওয়ান ও সোহানকে দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় মাদ্রাসা থেকে প্রায় ৩’শ গজ দূরে একটি পুকুরে সাফওয়ানের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্বজনদের দাবি ১৬ বছর বয়সী সোহান তাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে। এ ঘটনার পর জড়িত সন্দেহে সোহানকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রামবাসীর হাতে আটক সোহানকে পুলিশ উদ্ধার করে, তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু সাফওয়ানকে হত্যার মোটিভ উদ্ধারে সরকারের একাধিক টিম কাজ করছে বলেও তিনি জানান।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]